আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2020) জয়ের ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি সাংবাদিক সম্মেলনে সেকথা জানিয়েও দিলেন। তিনি বলেন, \"লাখ লাখ মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছেন ... আপনাদের সবাইকে ধন্যবাদ।।\" এরপরই তিনি বিরোধী দলের প্রতি তোপ দেগে বলেন, \"একটা অত্যন্ত দুঃখী গোষ্ঠী রয়েছে যারা ওই গোষ্ঠীর লোকদের থামানোর চেষ্টা করছে।আমরা সব কিছু জিতে যাচ্ছিলাম এবং উদযাপন করতে চলেছিলাম, তবে হঠাৎ কিছু হয়েছে। তবে আমরা তাদের ছেড়ে দেব না।\"
#USPresidentialElection2020 #DonaldTrumpVsJoeBiden #LatestLYBangla