Arnab Goswami Arrested by Mumbai Police: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার অর্ণব গোস্বামী-______

2020-11-04 5

আত্মহননের প্ররোচনার অভিযোগে বুধবার সাতসকালে রিপাবলিক টিভির (Republic TV) মালিক ও সম্পাদক অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের রায়গড় ইউনিট। এদিন সকালেই পুলিশের একটি দল অর্ণব গোস্বামীর বাড়িতে অভিযান চালায়। তারপরই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও আটক অর্ণবের অভিযোগ, মুম্বই পুলিশ তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেছে। ইতিমধ্যেই রিপাবলিক টিভি একটি ভিডিও শেয়ার করেছে।

#ArnabGoswamiArrested #RepublicTVChiefArrested #LatestLYBangla