উমা ঘরে ফিরতেই বাঙালির মন খারাপ। বাঙালির মনে দুর্গাপুজোর পর একটু আনন্দ ফিরিয়ে দিতে ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Lakshmi Puja 2020) আরাধনা করা হয়। ধানের ছড়া আর লক্ষ্মীর পায়ের ছাপে ওঠে গৃহস্থ বাড়ি। ধনদেবীর দেবী লক্ষ্মী।
#LaxmiPuja2020 #LokhhiPuja2020 #LatestLYBangla