Saumitra Khan Meets Dilip Ghosh: অশান্তি ভুলে বিজয়ার প্রণাম করতে দিলীপ ঘোষের বাড়িতে সৌমিত্র খাঁ

2020-10-27 2

বিজয়ার প্রণাম করতে বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়িতে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। মঙ্গলবার দিলীপ ঘোষের বাড়িতে যান সৌমিত্র। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। বিতর্ক-বিবাদ এড়িয়ে দিলীপের কাছে আগামীদিন অর্থাৎ ২১ জয়ের লড়াইয়ের লক্ষ্যে আশীর্বাদ চাইলেন সৌমিত্র। সেই সঙ্গে দলের রাজ্য সভাপতির সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। বিজয়ার কুশল বিনিময়ের পর দু\'জন দু\'জনের হাতে তুলে দিয়েছেন উপহারও।

#2021AssemblyElection #SaumitraKhanMeetsDilipGhosh #LatestLYBangla

Videos similaires