Soumitra Chatterjee Health Update: ফের সঙ্কটে সৌমিত্র চ্যাটার্জি, ক্রমশ অচল হচ্ছে স্নায়ু

2020-10-27 7

প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। গত ৭২ ঘণ্টায় তাঁর স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। বরং মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা ক্রমশ কমছে, ধীরে ধীরে অচল হচ্ছে স্নায়ু। চিকিৎসকদের ধারণা কোভিড এনসেফালোপ্যাথি বেড়েই চলেছে অভিনেতার। চেতনা প্রায় নেই বললেই চলে। এককথায় চিকিৎসায় সেভাবে সাড়াই দিচ্ছেন না সৌমিত্রবাবু। ফের নতুন করে সংক্রামিত হয়েছে ফুসফুস।

#SoumitraChatterjee #SoumitraChatterjeeHealth #LatestLYBangla

Videos similaires