শারদীয় দুর্গোৎসবে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ডিসি এসপির সঙ্গে আলোচনা সর্বধর্ম সমন্বয় সভা'র(2)

2020-10-25 6

শারদীয় দুর্গোৎসবে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ডিসি এসপির সঙ্গে আলোচনা সর্বধর্ম সমন্বয় সভা'র

শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে সমাজে শান্তি-সম্প্রীতি, ঐক্য-মৈত্রী, সৌহার্দ, ভ্রাতৃত্ব, সমন্বয় আর মানবতা বজায় রাখার আহ্বান জানালো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা'র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। প্রতি বছরের মতো এবারো বরাকের শহরাঞ্চলের প্রতিটি পুজা মণ্ডপে সর্বধর্মীয় প্রতিনিধি দল গিয়ে শুভেচ্ছা বিনিময় করবে, শান্তি-সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে। এ বিষয় নিয়ে বুধবার করিমগঞ্জের জেলাশাসক আন্বামুথান এমপির সঙ্গে এক বিশেষ আলোচনার মাধ্যমে উৎসবের দিনগুলির কর্মসুচি ও সময়সুচি ঠিক করা হয় এবং প্রাসঙ্গিক আরোও বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। সপ্তমীর দিন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে বিকাল ৪টায় মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ, জেলাশাসক সহ বিশিষ্টদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময়ের শুভ যাত্রারম্ভ করে জেলার প্রতিটি এলাকায় শান্তির বার্তা নিয়ে প্রতিনিধিদল পরিভ্রমণ করবে। অষ্টমীর দিন পাথারকান্দি ও হাইলাকান্দির পুজা মণ্ডপগুলোতে শুভেচ্ছা বিনিময় করা হবে। এদিন সন্ধ্যায় করিমগঞ্জ সেটেলমেন্ট রোডের মাইজডিহি তেমাথায় ঠাণ্ডা পানীয় জল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে। নবমীতে কাছাড় জেলায় কর্মসুচি চালানো হবে, সকাল সাড়ে দশটায় শ্যামা প্রসাদ রোড থেকে এদিনের কর্মসুচির যাত্রারম্ভ হবে। দশমীর বিকেলে করিমগঞ্জের বিসর্জন ঘাটের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সর্বধর্ম সমন্বয় সভা'র প্রতিনিধিদল। পাঁচদিনের গোটা কর্মসুচিতে উপস্থিত থাকবেন সংস্থার কার্যকরী সভাপতি সন্তোষ কুমার দত্ত, উপ সভানেত্রী গীতা মুখার্জি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, যুগ্ম সম্পাদিকা মমতা হরিজন, সাংগঠনিক সম্পাদিকা শুক্লা চন্দ, এল্ডার নিমাই দে, মুন্নি ছেত্রী (এমসি মুন), টিপু সুলতান চৌধুরী, স্বর্ণালী চৌধুরী, সুর্যপ্রকাশ সিনহা, যাদুশ্রী হিরন্ময় সুত্রধর, রিন্টি দাস, কাজল রাজকুমার, আব্দুর রশিদ চৌধুরী, পুর্ণিমা চৌধুরী, সাহিল উদ্দিন, সুচেতা চক্রবর্তী, ছলমা বেগম, সৌরভ রায়, জুবেদা বেগম চৌধুরী প্রমুখ। বিশেষ বিশেষ মুহুর্তে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ধার্মীক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা, চিকিৎসকরা। কর্মসুচিগুলোতে অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সর্বস্তরের জনসাধারণের প্রতি বিনম্র আহ্বান রাখেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। এদিকে কর্মসুচিগুলো সর্বাঙ্গ সুন্দর ভাবে বাস্তবায়ন করতে পুলিশ অধীক্ষক মায়াঙ্ক কুমার ঝার সহযোগিতা চাওয়া হয়েছে। সমাজের স্বার্থে এই মুহুর্তে সংস্থা পুলিশ প্রশাসনকেও সহযোগিতা করবে বলে জানান আমির হোসেন। এই মুহুর্তে কোনো ধরণের গুজবে কান না-দিতে জনসাধারণের প্রতি বিনম্রভাবে অনুরোধ রাখেন তিনি।

Videos similaires