Mumbai City Center Mall Fire: মুম্বইয়ের শপিংমলে বিধ্বংসী আগুন, সরানো হল ৩,৫০০ জনকে

2020-10-23 0

সপ্তমীর ভোরে দেশের বাণিজ্য নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে আহত দুই দমকলকর্মী। বৃহস্পতিবার রাত ৮.৫৩ নাগাদ শপিং মলের প্রথম লেভেলে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে লেভেল ৩ এবং লেভেল ৫-এ। আগুন কোনওভাবেই নিয়ন্ত্রণে না আসায় ভোর রাত ২.৪১ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় বাড়তি দমকল বাহিনী। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে শুক্রবার ভোর রাতে আগুন লেগে যায়। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাংকার এবং ২৫০ জন দমকল কর্মী। শপিং মলের পাশেই রয়েছে ৫৫ তলার অর্কিড এনক্লেভ বিল্ডিং।

#MumbaiFire #CityCentreFire #LatestLYBangla