আইপিএলে (IPL 2020) রুদ্ধশ্বাস ম্যাচে সাইরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সুপার ওভারে ম্যাচ জিতল নাইটরা। জয়ের নায়ক লকি ফার্গুসন। নির্ধারিত ওভার ও সুপার ওভার মিলিয়ে পাঁচ উইকেট নিলেন তচিনি। সুপার ওভারে হায়দরাবাদের হয়ে ব্যাট করতে নামেন ওয়ার্নার ও বেয়ারস্টো। কলকাতার হয়ে বোলিং করতে যান ফার্গুসন। প্রথম বলেই বোল্ড হয়ে যান ডেভিড ওয়ার্নার। এরপর আবদু সামাদ ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে ২ রান করেন। যদিও তৃতীয় বলে বোল্ড হয়ে যান। ফলে জয়ের জন্য কলকাতার দরকায় হয় মাত্র ৩ রান। ব্যাটিং করতে নামেন ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিক। সহজেই ম্যাচ বের করে নেন তাঁরা।
#IPL2020 #SRHvsKKR #LatestLYBangla