প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিট সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে সামান্য অর্থাৎ গত বছরের থেকে আরও ধনী হলেন মোদি। অন্যদিকে গত বছরের তুলনায় বেশ কিছুটা সম্পত্তি কমেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, প্রধানমন্ত্রী দফতরের প্রকাশিত এ বছরের সম্পত্তির খতিয়ানে এই তথ্য সামনে এসেছে। চলতি বছরে ৩০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ ২.৮৫ কোটি টাকা, গত বছর এই সম্পত্তির পরিমাণ ছিল ২.৪৯ কোটি টাকা। এক বছরে একধাক্কায় ৩৬ লাখ টাকার সম্পত্তি বেড়েছে নরেন্দ্র মোদির।
#NarendraModi #NarendraModiWealth #LatestLYBangla