5-Year Old Boy Saves Mother: মা-কে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ৫ বছরের খুদে, রোমহর্ষক ভিডিও দেখুন

2020-10-14 8

রোমহর্ষক ভিডিও! বাড়ির মধ্যে বন্দুকবাজের হামলা, মা-কে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ল ৫ বছরের ছেলে। বাড়ির ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ফুটে উঠেছে সেই ছবি। ৩০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে, ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে বাড়ির ড্রয়িং রুমে বসে জামাকাপড় ইস্ত্রি করছিলেন ওই মহিলা। আচমকাই দরজায় কড়া, দরজা খুলতেই ঘরে ঢুকে পড়ে ৪ ব্যক্তি; প্রত্যেকেরই মুখ-মাথা ঢাকা ছিল ফলে এখনও কাউকে শনাক্ত করা যায়নি।

Videos similaires