Carlton Chapman Passes Away: প্রয়াত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান

2020-10-12 12

প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কার্লটন চ্যাপম্যান (Carlton Chapman) ৷ তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। প্রাক্তন ভারতীয় এই মিডফিল্ডার ইস্টবেঙ্গল (East Bengal) ও জেসিটি (JCT)-তে খেলেছেন। ভারতের জাতীয় দলের জার্সি গায়ে ৯০-এর দশকে নিয়মিত খেলেছেন কার্লটন ৷ খেলা ছাড়ার পর ২০০১ সাল থেকে তিনি কোচিং করাতে শুরু করেন।

#CarltonChapmanDeath #LatestLYBangla