Forbes India Rich List 2020: দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে গৌতম আদানি

2020-10-09 8

আবারও দেশের সবচেয়ে ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ২০২০ সালের ফোর্বস ইন্ডিয়ার (Forbes India richest list) সবচেয়ে ধনী তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ৮৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দেশের ১০০ ধনী ব্যক্তি এবং পরিবারের মধ্যে মুকেশ আম্বানি প্রথম স্থান অধিকার করেছেন। মুকেশ আম্বানির পরে রয়েছেন আদানি গ্রুপের গৌতম আদানি (Gautam Adani)। তাঁর সম্পদ ২৫ বিলিয়ন ডলার। মুকেশ আম্বানি গত এক দশক ধরে ফোর্বস ইন্ডিয়ার সবচেয়ে ধনী তালিকার শীর্ষে রয়েছেন।