Ram Vilas Paswan Dies: ৬ প্রধানমন্ত্রীর আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলান রামবিলাস পাসওয়ান

2020-10-09 4

দীর্ঘ রোগভোগের পর হাতপাতালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান (Ram Vilas Paswan Dies)। টুইট করে বাবার মৃ্ত্যুর খবর দিলেন ছেলে চিরাগ পাসওয়ান। নিজের টুইটার হ্যান্ডলে বাবার সঙ্গে ছবি শেয়ার করে চিরাগ লিখেছেন, “তুমি আমার সঙ্গে চিরদিন থাকবে। তোমার না থাকা আমায় কষ্ট দিচ্ছে।” ২০০০ সালে লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠা করেন রাজ্যসভার সাংসদ রাম বিলায় পাসওয়ান। গত ২৩ আগস্ট থেকে দিল্লির ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

#RamVilasPaswanDeath
#BiharAssemblyElection2020
#LatestLYBangla