সিমলার ব্রকহস্টের বাড়িতেই মিলল ঝুলন্ত দেহ। আত্মাঘাতী হলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর তথা মণিপুর এবং নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার, বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। সিমলা পুলিসের দাবি, আত্মঘাতী হয়েছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ও নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার (Ashwani Kumar)। একসময় হিমাচলপ্রদেশের ডিজিও ছিলেন তিনি।
#AshwaniKumarSuicide
#LatestLYBangla