Kolkata-London Flight Services Resume: ১ দশক পর কলকাতা থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে উড়বে বিমান

2020-09-17 1

সময়টা ছিল ২০০৯, আর বর্তমান ২০২০, দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় একযুগ। হ্যাঁ একযুগ পর ফের কলকাতা লন্ডন বিমান পরিষেবা শুরু হতে চলেছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর (Kolkata Airport) থেকে লন্ডনের উদ্দেশে উড়ে যাবে উড়ান। আপাতত এয়ার ইন্ডিয়া এই পরিষেবার বাহনের ভূমিকায় থাকছে। ২৪ অক্টোবর পর্যন্ত বন্দে ভারত প্রকল্পের (Vande Bharat Mission) অধীনে চলবে এই কলকাতা লন্ডন উড়ান। তারপর আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হয়ে গেলে এমনিতেই এয়ার ইন্ডিয়ার উড়ান কলকাতা থেকে সরাসরি লন্ডন পাড়ি দেবে (Kolkata London Flight Service)।


#KolkataLondonFlightService
#KolkataToLondonFlights
#LatestLYBangla

Videos similaires