Samsung Galaxy M51: ৭ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি, বাজেট-ফ্রেন্ডলি চমকে দেওয়া ফিচারের ফোন আনল সামস্যাং

2020-09-17 0

উত্তর কোরিয়ার স্মার্টফোন সংস্থা সামস্যাং ভারতের স্মার্টফোন দুনিয়ায় নিয়ে এল Galaxy M51। ১৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে কেনা যাবে স্মার্টফোনটি, Amazon.in & Samsung.com-এ HDFC ব্যাঙ্কের কার্ডে কিনলে মিলবে ২ হাজার টাকার ছাড়। Galaxy M51-এ রয়েছে FHD+ সুপার AMOLED প্লাস ইনফিনিটি- O কর্নিং গোরিলা গ্লাস ডিসপ্লে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 730G চিপসেট।


#SamsungM51 #MeanestMonsterEver #SamsungIndia