Taiwan Kite Festival: ঘুড়িতে আটকে মাঝ আকাশে ভাসছে ৩ বছরের শিশুকন্যা, দেখুন ভাইরাল ভিডিও

2020-09-17 2

তাইওয়ানের (Taiwan) ঘুড়ির উৎসব (Kite Festival) পরিণত হল ভয়ঙ্কর দু:স্বপ্নে। একটি দৈত্যাকার ঘুড়ির মাথায় কোনওভাবে জড়িয়ে যায় ৩ বছরের এক শিশুকন্যা। আকাশে অন্যান্য ঘুড়ির মাঝে হাওয়ার দাপটে রীতিমত ওলটপালট খাচ্ছিল মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে আঁতকে উঠেছে নেটিজেনরা। কমলা রঙের একটি সুবিশাল ঘুড়ির মধ্যে আটকে গিয়ে ঘটেছে এই বিপত্তি। ঘুড়ির উৎসবে বড়দের সঙ্গে যোগ দিয়েছিল এই খুদে। মেয়েটির পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত।


#TaiwanKiteFestival
#LatestLYBangla