ভয়ঙ্কর হাল রাস্তার! লাঙ্গল, গরু নিয়ে বিক্ষোভ

2020-08-30 1

দুর্গাপুর পৌরনিগম এবং দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের দীর্ঘ টালবাহানার জন্য জরাজীর্ণ দশা ইস্পাত নগরীর এস এন ব্যানার্জি রোডের। রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। তাই এই রাস্তা সংস্কারের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস কর্মী সমর্থক।
খানাখন্দে ভরা রাস্তায় ধানের বীজ বপন করল কংগ্রেস সমর্থকরা ।তার সাথে গরু ও লাঙ্গল নিয়ে সেই রাস্তা দিয়ে অভিনব এক পদযাত্রা করল তারা। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানান, “এই বিক্ষোভ কর্মসূচির পর যদি বেহাল রাস্তা সংস্কারের জন্য কোনরকম টালবাহানা চলে তাহলে তারা বড় ধরনের আন্দোলনে নামবেন”।

Videos similaires