লকডাউন না মেনে বাইরে এলেই পুলিশের ধোলাই

2020-08-27 1

রাজ্য প্রশাসনের নির্দেশে সারা রাজ্যের সাথে বাঁকুড়াতে চলছে লক ডাউন। লক ডাউন সফল করতে বাঁকুড়ায় পুলিশের জোর ধরপাকড়। সকাল থেকেই রাস্তায় নেমেছে পুলিশ। তবে খারাপ আবহাওয়ার কারণে রাস্তায় লোকজন কম, কিন্তু তার মধ্যেই বাড়ির বাইরে বের হচ্ছেন অনেকে। সেই জনতাকে ধরছে পুলিশ। প্রয়োজনে চলছে হাল্কা ধোলাই।বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ধরা পড়ল এমনই চিত্র।

Videos similaires