ভারি বৃষ্টিতে বিচ্ছিন্ন যোগাযোগ

2020-08-26 0

অতিরিক্ত বৃষ্টির ফলে ঝাড়গ্রাম এবং জামবনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হল। জামবনি ব্লক-এর উপর দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় কজওয়ে ডুবে যায়। ফলে একরকম বিচ্ছিন্ন হয়ে যায় ঝাড়গাম এবং জামবনি ব্লক। প্রতিবছর এই একই ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নেয় না জেলা প্রশাসন বলে অভিযোগ। জামবনি ব্লক থেকে বহু মানুষকে রোজ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আসতে হয়। জেলা সদর ঝাড়গ্রাম, সেখানেও নানা ধরনের কাজ থাকে। কিন্তু যতদিন এই জল বয়ে যাবে ততদিন এলাকার মানুষজন আর এখানে আসতে পারবেন না সহজে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেক চেষ্টায় ঘুরপথে পৌঁছতে হবে জেলায়। তার জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে এই সমস্ত এলাকার মানুষদের বলে ক্ষোভ স্থানীয়দের। এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় জল বেড়ে যাওয়ায় সাময়িকভাবে সমস্যার সম্মুখীন এলাকার মানুষজন।

Videos similaires