রাস্তায় রাস্তায় আলো, সৌজন্যে বিধায়ক

2020-08-25 1

আসানসোলের কুলটি বিধানসভা এলাকাতে গ্রিনসিটি মিশন প্রকল্প থেকে রাস্তার ধারে স্ট্রিট লাইট লাগানোর কাজ চলছে।
এদিন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাট্যার্জী জানান, “আসানসোল দুর্গাপুর ডেভ্লপমেন্ট অথরিটি”র পক্ষ থেকে কুলটি বিধানসভা এলাকায় স্ট্রিট লাইট লাগানোর জন্য ২কোটি ২২লক্ষের মতো বাজেট দেওয়া হয়। মোট ৪০১ টি স্ট্রিটলাইট বসানো হয়েছে। ধেমোমেন থেকে নিয়ামতপুর হয়ে বাইপাস চৌরঙ্গী মোড় পর্যন্ত লাগানো হয়েছে লাইট। এছাড়া নিয়ামতপুর লিথুরিয়া রোড ও ইস্কোরোড হয়ে সোদপুর পর্যন্ত এই রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে বলে জানান কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাট্যর্জী।

Videos similaires