স্বামী বা প্রেমিক মানসিক নির্যাতন করছে? মিলিয়ে নিন ৭ লক্ষণ (7-signs-of-emotional-abuse)

2020-08-24 1

জীবনের জন্য সম্পর্ক, সম্পর্কের জন্য জীবন নয়!- এই সহজ সত্যটি অনেক নারীই অনুধাবন করে উঠতে পারেন না জীবনে। পুরুষেরা যেভাবে সম্পর্ক বিষয়টিকে দেখেন, নারীদের দেখার ভঙ্গিটি কিন্তু সেটার চাইতে বেশ খানিকটা ভিন্ন। নারী যখন কোন সম্পর্কের ক্ষেত্রে মন থেকে জড়িয়ে যান, তখন চেষ্টা করেন যে কোন মুল্যে সম্পর্কটি ধরে রাখতে। অন্যদিকে অনেক নারীই স্বামী বা প্রেমিকের পাশে আজও নিজেকে সমান সমান মনে করেন না। ফলে বুঝে উঠতে পারেন না যে প্রেমিক বা স্বামী দ্বারা প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হয়ে চলেছেন!

শারীরিক নির্যাতনের চাইতে অনেক বেশি ভয়াবহ সেই মানসিক নির্যাতন। তাই আজ উপস্থাপন করা হচ্ছে ৭টি লক্ষণ। এগুলো কি মিলে যাচ্ছে আপনার জীবনের সাথে? তাহলে সময় হয়েছে নিজেকে ও নিজের সম্পর্কগুলো নিয়ে নতুন করে ভেবে দেখার।

Free Traffic Exchange