অমাবস্যার কোটালে দিঘার অবিশ্বাস্য জলোচ্ছ্বাস!

2020-08-20 0

অবিশ্বাস্য জলোচ্ছ্বাস। দিঘা সমুদ্রে এমন জলোচ্ছ্বাস বহুদিন কেউ প্রত্যক্ষ করেছেন কিনা মনে করতে পারছেন না।

অমাবস্যার কোটালে বৃহস্পতিবার দিঘা সমুদ্রের যে চেহারার দেখা মিলেছে তা এক কথায় ভয়ানক, শিউরে ওঠার মতোই। এদিন সকালে দিঘার সমুদ্রতটে গিয়ে দেখা যায় গোটা গার্ডওয়ালটাই জলে ডুবে গিয়েছে। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বাজারের ওপর। লকডাউনের বাজারে সামান্য কিছু পর্যটক এই মুহূর্তে দিঘায় রয়েছেন। সাহস করে তাঁদের মধ্যে কিছু মানুষ সমুদ্রের এই ভয়ানক চেহারা প্রত্যক্ষ করতে পেরেছেন।