টোল ট্যাক্স চাওয়াতেই ক্ষিপ্ত হয়ে টোল ট্যাক্সের অফিস, সিসিটিভির ক্যামেরা ভাঙচুর এবং ৩০ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠলো আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দশরথ তিরকের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের বারবিশা এলাকায়। স্থানীয় টোল ট্যাক্সের অফিস সূত্রের খবর, গতকাল দ্রুত গতিতে প্রাক্তন সাংসদ দশরথ তিরকের গাড়ি ক্রস করার সময় কর্তব্যরত টোল ট্যাক্সের কর্মীরা টাকা চাওয়াতেই উত্তেজিত হয়ে যান প্রাক্তন এই সাংসদ। এরপর প্রাক্তন সাংসদের দেহরক্ষী পিস্তল বের করে কর্মীদের প্রাণে মারার হুমকি দিতে থাকে। আজ সকালে দশরথ তিরকের দলবল এসে টোল ট্যাক্সের অফিস ভাঙচুর করে। অবস্থা এতটাই জটিল আকার ধারণ করে যে শেষ পর্যন্ত কর্মীরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এরপর টোল কর্তৃপক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।