চিকেন হান্ডি বানাতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হলো. আমরা নিয়েছি বড় আকারের দুটো পেঁয়াজ যেটাকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি বড় আকারে দুটো টমেটো যেটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচালঙ্কা যেটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা শাহিজিরা সামান্য তেল সামান্য ঘি আমরা নিয়েছি আড়াইশো গ্রাম মুরগির মাংস. একটা রসুন নিয়েছি যেটাকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মসলা আমরা দই এবং আদা পেস্টও নিয়েছি
Facebook link-https://www.facebook.com/biswajit.dey...
instragram link-https://www.instagram.com/
twitter link-https://twitter.com/home