বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে জেলার শিল্পাঞ্চল বড়জোড়ার বিডিও অফিস লাগোয়া এলাকার একটি বসত বাড়ী থেকে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগেই তাদের মৃত্যু ঘটেছে। কিন্তু এলাকার মানুষ আজ বাড়ী থেকে পচা গন্ধ ছড়ানোয় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। এর পরই বড়জোড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া মেডিকেলের মর্গে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মা গীতা চট্টোপাধ্যায় (৬০) এবং তার ছেলে তাপস চট্টোপাধ্যায় (৩৭)। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা। যদিও আত্মহত্যার কারণ নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। এলাকার অনেকের দাবী, তারা কিছুদিন ধরে নিজেদের গৃহবন্দী করে রেখে ছিলেন। করোনা আতঙ্কেই আত্মঘাতী হতে পারেন মা ও ছেলে এমন আশঙ্কা অনেকের, আবার অনেকের দাবী, এই ঘরেই তাপস বাবুর ভাইও কয়েক বছর আগে আত্মহত্যা করেন। তাই এই জোড়া মৃত্যুর নেপথ্যে কোন ভুতুড়ে কান্ড থাকতে পারে। যদিও এই জোড়া মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বড়জোড়া থানার পুলিশ।