জন্মাষ্টমী স্পেশাল: ফের বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকনের গেট

2020-08-10 0

জেলায় একের পর এক মহামারী সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে যার কারণে সাপ্তাহিক লকডাউন এর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। একইভাবে সোমবার থেকে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুর ইসকন মন্দির। সূত্রের খবর আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী মায়াপুর ইসকন পুনরায় আবার খোলার সিদ্ধান্ত নেবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি মায়াপুর ইসকন কর্তৃপক্ষ থেকে।
ফলে প্রতিবারের মতো এবার আর দেখা যাবে না জন্মাষ্টমীর ধুমধাম। শুধু নিয়ম রক্ষার্থে এবার মন্দিরের ভেতরে হবে পুজো।

Videos similaires