ফাঁকা রাস্তার দখল নিয়েছে গজরাজ!

2020-08-08 6

আগস্ট মাসের দ্বিতীয় দিনের লকডাউনে রাস্তা খালি। অথচ ঘুরে বেড়াচ্ছে গজরাজ। হাতির টহলদারি দেখুন সকাল সকাল। ফাঁকা রাস্তার দখল নিয়েছে সে। পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা এলাকার ছবি।মানুষ মহামারীর ভয়ে ঘরে বসে রয়েছে কিন্তু পশুদের জীবন তো খোলা আকাশের নীচেই কাটে। তাই তাদের আটকানোর ক্ষমতা বা সাধ্য কারুরই নেই। একটা ভাইরাসও তাদের ভয় দেখতে পারছে না। তাই গজরাজ ফাঁকা রাস্তা পেয়ে নিজেই দাপিয়ে বেড়াচ্ছে। তা দেখতে অবশ্য ভিড় জমাননি মানুষজন। অর্থাৎ কিছুটা হলেও মানুষ এবার সচেতন হচ্ছে বলা যায়।

Videos similaires