বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক সিস্টার ও এক রোগীর কোভিড পজেটিভ ধরা পড়ার রেশ কাটতে না কাটতেই ফের আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ওয়ার্ড মিলিয়ে নুতন করে কোভিড পজেটিভ ধরা পড়ল ৭ রোগীর। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কাল ইএনটি ওয়ার্ডের এক সিস্টার ও মেল সার্জিক্যাল ওয়ার্ডের এক রোগীর কোভিড পজেটিভ ধরা পড়ার পর হাসপাতালের রোগী,চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীর লালরসের নমুনা পরীক্ষায় পাঠানো হয়। সেই ফল আসতেই জানা যায় মেল সার্জিক্যাল ওয়ার্ডের ৪ জন এবং সিসিইউতে ৩ জন রোগীর কোভিড পজেটিভ। এর পরই আজ ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডেও সবার লালা রস সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। গত কাল থেকে আজ পর্যন্ত ১২৫ জনের কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয় বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। পাশাপাশি,এদিন ইএনটি ওয়ার্ডে স্যানিটাইজেশনও করা হয়।