একপলকে দেখে নিন বাঁকুড়া জেলার দশ দিকের দশ বাছাই খবরের রাউন্ডআপ।

2020-08-05 307

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :৷ (১) লকডাউনের মধ্যেই জেলা জুড়ে আজ রাম মন্দিরের ভুমি পুজো শুরুর আগে উচ্ছ্বাসে মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা। জেলার ওন্দা ব্লকের ভুলানপুরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় এমনই উচ্ছ্বাস এদিন সাত সকালেই নজরে পড়ে।
(২) আজ আগস্টের প্রথম লকডাউন।সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে ব্যারিকেড করে সীল করে দিয়েছে পুলিশ। পাশাপাশি সদর শহর থেকে জঙ্গল মহল জুড়ে চলছে পুলশি তৎপরতাও।
(৩)এদিকে,আজ ৫ ই আগস্ট রাম মন্দিরের ভুমি পূজোর দিন।পাশাপাশি,রাজ্য জুড়ে একই সাথে চলছে লকডাউন। এরই মধ্যে বিজেপির কোন কর্মসুচী কে কেন্দ্র করে যাতে জেলায় পরিস্থিতি জটিল না হয় তার জন্য সকাল থেকেই সচেষ্ট রয়েছে জেলা পুলিশ।
(৪)আজ রাম মন্দিরের ভুমি পূজোর সময় দুপুর ১২ বেজে ১৫ মিনিটে শঙ্খ ধ্বনি এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কর্মসুচী পালনের আহবান জানালেন সাংসদ ডাঃ সুভাষ সরকার।
(৫)মনসা পুজোর দিন লক ডাউন তুলে দিল রাজ্য সরকার। ফলে জেলায় খুশীর হাওয়া। এই দিন লক ডাউন তোলার দাবী উঠেছিল বাঁকুড়া, পুরুলিয়ার মতো রাঢ় বঙ্গের জেলার গুলি থেকে।সেই দাবী মেনে নুতন লকডাউনের দিনক্ষন ঘোষণা করেছে রাজ্য সরকার। আগস্ট মাসে রাজ্য জুড়ে লকডাউন থাকছে ৫, ৮,২০,২১,২৭,২৮,ও ৩১ শে আগস্ট।
(৬)আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি দোকান।মঙ্গলবার গভীর রাতে সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের নিত্যানন্দপুর মিনি মার্কেট এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শট সার্কিট থেকেই এই অগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশ ও দমকল বাহিনীর।
(৭) ভালো খবর। জেলায় একসাথে করোনা থেকে সেরে উঠলেন ৪৮ জন। ফলে জেলায় মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ৫৯৪ জন। যদিও নুতন করে করোনা আক্রান্তের ঘটনাও ঘটছে। তবে সংখ্যা খানিক কমেছে। এদিন ১৭ জন নুতন করে আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪৮ জন।এবং জেলায় সক্রিয় আক্রান্ত রয়েছেন মোট ২৫৪ জন।
(৮)জেলার জঙ্গল মহলের হীড়বাঁধে মাটির সৃষ্টি প্রকল্পে এই ব্লকের বাসুদেবপুরের প্রায় ২৩৩ একর পতিত জমিতে ৬ হাজার ৮০০টি বিভিন্ন পজাতির আমের চারা লাগানো হচ্ছে। যার ফলে ২০০ টি পরিবারের আয়ের সংস্থান হবে। আম চারা রোপন করে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা।
(৯)উত্তর বঙ্গোপসাগরে ঘনিভূত হয়েছে নিম্নচাপ। যার জেরে জেলা জুড়ে বৃষ্টির ঘনঘটা চলবে শুক্রবার পর্যন্ত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত হতে পারে আজ। তবে শুক্রবারও বজ্রবৃষ্টি হওয়ার আভাস মিলেছে। এদিকে,কয়েকদিনের ভ্যাপসা গরম নাজেহাল জেলাবাসীর এই বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে।
(১০)সামন্তভূমের অধিষ্ঠাত্রী দেবী বাসুলীর মন্দিরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আরোগ্য কামানা করে পূজা দিল ছাতনার বিজেপির কার্যকর্তা ও কর্মী সমর্থকেরা।

Videos similaires