#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আট সিভিক পুলিশের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে বাড়ী ছেড়া পালিয়েছিলেন বাড়ীর কর্তা সদানন্দ বাগদী। গত সন্ধ্যায় এই ঘটনার পর আজ সকালে গ্রামের পুকুর পাড়ের গাছে সদানন্দের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়ে জেলার পাত্রসায়র থানার বালসী ২ নাম্বার অঞ্চলের মোজকুড়ি গ্রামের বাসিন্দারা। অভিযোগ এলাকার ৮ সিভিক পুলিশ গ্রামে ঢুকে সদানন্দ বাবুর বাড়ীতে চড়াও হয়। ব্যাপক লাঠি চার্জের পাশাপাশি, মারধর করা হয়। এমনকি মহিলারাও আক্রান্ত হন।সেই সময় পরিবারের অন্য পুরুষ সদস্যরা বাড়ীতে ছিলেন না। সেই সুযোগেই বাড়ীতে মদ তৈরি হচ্ছে এই অজুহাতে সিভিক পুলিশের দল তান্ডব চালায় বলে অভিযোগ। ওই সময় পুলিশের তান্ডবে ভয় পেয়ে বাড়ী থেকে পালিয়ে যান বাড়ীর কর্তা সদানন্দ বাগদী। তার পর থেকে আর বাড়ী ফেরেন নি তিনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার পরিবারের লোকের অভিযোগ সদানন্দ বাবু আত্মহত্যা করেন নি? সিভিক পুলিশের দলই তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে মৃতদেহ ফেলে গ্রামেই চলে বিক্ষোভ। পুলিশ গ্রামে ঢুকলে মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন।পরে দোষীদের শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভ উঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, এই ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।