লরির সাথে মারুতির ধাক্কা,চালকের আসনে বসা কোলিয়ারী কর্মী চেপ্টে যাওয়া কেবিনে দীর্ঘক্ষণ আটকে থেকে প্রাণ হারেলেন!

2020-07-25 100

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ সকালে জেলার মেজিয়া-শালতোড়া রাজ্য সড়কের জেমুয়ার কাছে লরির সাথে মারুতির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক কালিদাসপুর কোলিয়ারির এক কর্মী।পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অনিল কুমার পাশোয়ান (৩২)। জানা গেছে,তিনি নিজেই গাড়ী চালিয়ে কর্মস্থল থেকে বাড়ী ফিরছিলেন। সেই সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা মারেন। এই ধাক্কার তীব্রতা এত বেশী ছিল যে মারুতির সামনের অংশ দুমড়ে,মুচড়া যায়। গাড়ীর ভেতরে স্টেয়ারিং হাতে ধরা অবস্থায় চেপ্টে যান চালকের আসনে বসা অনিল কুমার। বেশ কিছুক্ষণ গড়ীর মধ্যেই এই ভাবে আটকে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করে। এরপর, মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে, দূর্ঘটনার পর লরির চালক ও খালাসি পলাতক। তবে লরি ও মারুতিটিকে পুলিশ আটক করেছে। এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে মেজিয়া পুলিশ।

Videos similaires