সাড়ে তিন বছর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আমলীতলা বাদে শ্রীরামপুর গ্রামে আবদুল বারিকের খামারে একটি ফ্রিজিয়ান জাতের গাভীর পেটে জন্ম নেয় ব্রাহমা জাতের ষাঁড় টি। নাম রাখা হয় বাহাদুর। তাকে ঘিরে সারাক্ষণ চালু রাখতে হয় বৈদ্যুতিক ফ্যান। নিয়ম করে শ্যাম্পু দিয়ে গোসল দিতে হয় দুবেলা। ঘাস কুরা খৈল ভুষি সহজ-স্বাভাবিক খাবারই প্রিয় বাহাদুরের। পরম মমতায় বেড়ে উঠছে বাহাদুর। ষাঁড় টির বয়স সাড়ে তিন বছর।