ঝড় থেমে যাক -- চমক, বহ্নি, বর্ণমালা -- Jhor Theme Jaak -- Chamok, Bonni, Bornomala

2020-07-18 8

এবারের পহেলা বৈশাখ অন্যরকম। থমকে গেছে সারা পৃথিবী। ঘরবন্দী এই সময়টাকে স্মৃতিময় করে রাখতে আমি আর বহ্নি মিলে এই গান লিখেছি - 'ঝড় থেমে যাক'। আমাদের মেয়ে বর্ণমালাও গলা মিলিয়েছে একটুখানি।
সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই প্রত্যাশা।

ঝড় থেমে যাক
কথা, সুর: চমক হাসান, ফিরোজা বহ্নি
কণ্ঠ: চমক, বহ্নি, বর্ণমালা

এই ছন্দহীন বন্দী জীবন লাগছে না আর ভালো
হঠাৎ করে পৃথিবীটা এমন থমকে গেল
আর যে কবে সব ঠিক হবে কেউ জানে না
অস্থিরতা, বিষণ্নতায় মন মানে না

আর ক’টা দিন আরও ক’টা দিন
পাখি নীড়েই বন্দী থাকো
পাখি আকাশে উড়ো নাকো
আজ বাইরে ভীষণ ঝড় তাই- ঘরে বসেই ছবি আঁকো
এই দুঃসময়েও বুকের ভেতর স্বপ্ন বাঁচিয়ে রাখো

একদিন এই ঝড় থেমে যাবে- ঝড় থেমে যাক
নিস্তব্ধ পৃথিবী প্রাণ ফিরে পাবে- প্রাণ ফিরে পাক
অশুভ এই কালো মেঘ সরে যাবে- মেঘ সরে যাক
থমকে যাওয়া জীবন আবার ছন্দ-মুখর হবে