Bangladeshi youth dead for flying kite

2020-07-16 6

ঝিনাইদহে ঘুড়ির শিংয়ের আঘাতে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ঘুড়ির শিংয়ের আঘাতে সুজন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের মাঠে এঘটনা ঘটে। সুজন ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

শৈলকুপা কচুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুজ্জোহা জানান, ওই গ্রামের মুকুল হোসেন তার ছেলেকে নিয়ে মাঠে ঘুড়ি উড়াতে যায়।

ঘুড়ি উড়ানোর সময় পিতা মুকুল হোসেনের কাছে ঘুড়ির বাট ছিল এবং ছেলে সুজন ঘুড়ি উপরের দিকে উড়িয়ে দেয়। পরে ওই ঘুড়িটি পুনরায় নিচের দিকে নেমে এসে কোপ খায়। সেসময় সুজনের চোখে এবং মাথায় আঘাত পায়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।