বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আগামীকাল বৃহস্পতিবার ঠিক বিকেল ৫ টা থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের ৩৬ টি এলাকায় জারী হচ্ছে কড়া লকডাউন। এই ৩৬ টি এফেক্টেড এলাকা ও তার বাফার জোন জুড়ে কনটেইনমেণ্ট এলাকায় লকডাউন লাগু করতে তৈরি জেলা ও পুলিশ প্রশাসন। আপাতত সাত দিন টানা এই লকডাউন চলবে।তার পর পরিস্থিতির ওপর নির্ভর করছে তা বাড়বে কিনা। বাঁকুড়া শহরের সাত নাম্বার ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা হরিজন বস্তি, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালক দের রেস্ট রুম এই তালিকায় রয়েছে। জেলার প্রায় ১৭ টি ব্লক জুড়ে চিহ্নিত এ জোন ও বি জোন চিহ্নিত এলাকায় করোনার দাপট রয়েছে। তাই এই এলাকায় লকডাউন জারী রাখতে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে জেলা প্রশাসন বলে জানিয়েছেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। এদিকে,জেলায় করোনা সংক্রমণের হারও বাড়ছে লাফিয়ে লাফিয়ে,জেলায় নুতন করে এক ধাক্কায় ১০ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৬ জন।সক্রিয় আক্রান্ত নুতন ১০ জনকে নিয়ে মোট হল ৪৮ জন। তবে নুতন করে কেও সুস্থ হননি। তাই মোট সেরে ওঠার সংখ্যা থমকে রইল ২৩৮ জনেই। তবে,এপর্যন্ত জেলায় মৃত্যুরও কোন ঘটনা নেই। ৭ জুলাইয়ের নিরিখে আজকের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য মিলেছে।