এক নজরে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই খবরের রাউন্ডআপ।

2020-07-01 1

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নজরে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই খবরের রাউন্ডআপ।
(১) বাঁকুড়ায় প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা প্রকাশ পেল মঙ্গলবারের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে। তবে এই মৃত্যু বুলেটিনে সোমবার ঘটেছে বলে লেখা থাকলেও জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানানো হয়েছে ওই দিন জেলায় করোনা মৃত্যুর কোন ঘটনা নেই। এদিকে,জেলায় ফের নুতন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। ফলে মোট আক্রান্ত ২৪৮। নুতন করে সুস্থ হয়ে ছাড়া পেলেন১৪ জন। তাই মোট সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৩ জন।জেলায় মোট সক্রিয় আক্রান্ত আছেন ৪৪ জন।
(২) ঋন আদায় শিবিরের টাকা নিয়ে ফেরার পথে এক ব্যাঙ্ক কর্মীর মোটর বাইক আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৭১ হাজার ৭৩০ টাকা ছিনতাই করল দুষ্কৃতির দল। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে জেলার জয়পুর থানার মহিষাবাঁদী গ্রামে ক্যানেলের কাছে ঘটে এই ঘটনা। যাদবনগর থেকে টাকা আদায় করে ফেরার সময় মুখে গামছা বাঁধা জনা তিনেক দুষ্কৃতি ওই ব্যাঙ্ক কর্মীকে আটকে,আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা নিয়ে চম্পট দেয়।
(৩) ইলেক্ট্রিক মিটার রিডিং নেওয়ার নাম করে এক বৃদ্ধার বাড়ীতে ঢুকে দিনের বেলায় আবাধে লুটপাঠ চালাল দুই দুষ্কৃতি। বৃদ্ধার কয়েক ভরি সোনার গয়না এবং বাড়িতে থাকা নগদ টাকা হাতিয়ে চম্পট দেয় তারা। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও তারা দুষ্কৃতিদের ধরতে পারেন নি। তার আগেই গা ঢাকা দেয় তারা। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। জেলার বড়জোড়ায় মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে।
(৪) কদিন ধরেই চুরি হয়ে যাচ্ছিল রাস্তার পথবাতির ব্যাটারি।চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও ছাড়া পেয়ে যায় সে। ফের সেই চোরকে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষ তাকে ধরে পুলিশের হাতে তুলেদিন। জেলার কোতুলপুর থানার বামুনারী মোড়ের মঙ্গলবার রাতের ঘটনা।
(৫) কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের ই,আই,এ(এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট)প্রস্তাবের বিরুদ্ধে পথে নামল জেলার পরিবেশ যোদ্ধা নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় বিক্ষোভ কর্মসুচীতে সামিল হন সংগঠনের সদস্যরা।তাদের অভিযোগ,কেন্দ্রীয় সরকার বনভুমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতেই ই,আই,একে হাতিয়ার করতে চাইছে। তাই এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাবেন তারা।
(৬) মঙ্গলবার ছিল বিপদতারিণী ব্রত। এদিন জেলার বিভিন্ন মন্দিরে,মন্দিরে ছিল পরিবার,পরিজনদের বছরভর বিপদমুক্ত রাখতে পুজো দেওয়ার ভীড়। পাশাপাশি চলে লাল সুতো অঅর্থাৎ তাগা বাঁধাও। জেলার রতনপুরের অম্বিকা দেবীর মন্দিরেও এদিন ছিল পূন্যার্থীদের উপচে পড়া ভীড়।
(৭) ১৮৫৫ সালে ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের অন্যায় অত্যাচারের প্রতিবাদে সিধু,কানুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামেন সাঁওতালরা। যা ইতিহাসে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণসংগ্রাম হিসেবে উল্লেখ আছে। এই বিদ্রোহের ইতিহাসকে স্মরণ করে আজ বাঁকুড়া জেলার জুড়ে পালিত হল হুল দিবস। তালডাংরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, পুলিশ সুপার কোটেশ্বর রাও, জিলা পরিষদের মেণ্টর অরুপ চক্রবর্তী। অন্যদিকে, ছাতনায় জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু, বিধায়ক শম্পা দরিপা,অতিরিক্ত জেলা শাসক সীমা হালদার প্রমুখ আংশ নেন। ইন্দপুরে এদিন সিধু,কানুর পূর্ণাঅবয়ব মূর্তিও প্রতিস্থাপন করা হয়। ছাতনায় ছিল প্রদর্শনীর আয়োজন।
(৮) হুল দিবস পালিত হল জেলার জঙ্গলমহলেও। জঙ্গলমহলের সারেঙ্গায় এদিন সিধু,কানুর আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছিল নানা অনুষ্ঠানও।
(৯) বিরোধী শিবির থেকে নিজেদের দলে

Videos similaires