#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (EXCLUSIVE) : বিষ্ণুপুর পুর শহরের সাত নাম্বার ওয়ার্ডে বৃষ্টির জলের তোড়ে ভেসে গেল মোটর বাইক। পরিবারের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কোনক্রমে সেই বাইককে উদ্ধার করলেন। এই এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া২৪X৭ চ্যানেলে। দেখুন জলের স্রোত কতটা ভয়ানক ছিল। মুলত মুশলধারে বৃষ্টি আর এই নিচু এলাকার বেহাল জল নিকাশী ব্যবস্থার জেরে এই অবস্থা। সাত নাম্বার ওয়ার্ডের বৈষ্ণব পাড়া,মনোহরতলা, বড়ো কালীতলা এদিন বিকেলের বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। এলাকার ঘরে, ঘরেও ঢুকে পড়ে জল। এলাকার মানুষ এই অবস্থার জন্য দুষছেন বিষ্ণুপুর পুরসভাকে। তারা ভরা বর্ষার আগে নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর দাবী তুলেছেন।