#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (১) জেলায় মঙ্গলবার করোনা থেকে সুস্থ হয়ে একসাথে বাড়ী ফিরেছেন ১৯ জন।তবে বুধবার কেও নুতন করে ছাড়া পাননি।বরং দুই জন নুতন করে আক্রান্ত হলেন। ফলে জেলায় মোট করোনা রোগীর সংখ্যাএখন ২২৩ জন। এবং সারা জেলায় সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬ জন। এখনও পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোন ঘটনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর।
(২) করোনা যুদ্ধে জয়ী পরিযায়ী শ্রমিক এখন গ্রামের পল্লীতে,পল্লীতে ঘুরে মানুষকে করোনার সাথে লড়াইয়ের পাঠ দিচ্ছেন। জেলার পাত্রসায়রের শেওড়া বনির এই করোনা থেকে সেরে ওঠা বছর ২২ এর যুবক রফিক সেখ সবার কাছে করোনা ফাইটার আইকন হয়ে দাঁড়িয়েছেন। মুম্বাই থেকে জেলায় ফিরে করোনা আক্রান্ত হন তিনি। ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসার পর সেরে ওঠেন। তার ১৪ দিন পর রফিক শুরু করেন করোনা সচেতনতার প্রচার। তার এই কাজকে কুর্নিশ জানাচ্ছেন পরিবার প্রতিবেশীদের পাশাপাশি গ্রামের মানুষজনও।
(৩) মাটির সৃষ্টিতে এবার একশো দিনের কাজের মাধ্যমে জেলায় ফলবে ড্রাগন ফ্রুট। আম, কুল,পেয়ারার পাশাপাশি এই বিকল্প অর্থকরী ফল চাষে জোর দেওয়া হচ্ছে। আজ জেলার শালতোড়ায় ৩৬ একর এলাকা জুড়ে মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে এই বিকল্প চাষও অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ তার সুচনা পর্বে রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু, জেলাশাসক এস অরুণ প্রসাদ, বিধায়ক স্বপন বাউরী প্রমুখ উপস্থিত ছিলেন।
(৪) বড়জোড়ার ট্রান্স দামোদর কোলিয়ারীর শ্রমিকদের দাবী মতো বেতন কাঠামো চুড়ান্ত করতে ৩০ জুন বড়জোড়া বিডিও অফিসে বৈঠকের সিদ্ধান্ত নিল জেলার খনি পরিচালন কমিটি। এই কমিটির বৈঠকে ডিপিএল,ও চারটি শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং জেলা শাসক,পুলিশ সুপার এবং জেলার ভুমি দপ্তরের আধিকারিকরা অংশ নেন।
(৫) করোনা পরিস্থিতিতে নিজের বিধানসভা ক্ষেত্রের অসহায় গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া বিধান সভার বিধায়ক শম্পা দরিপা। তিনি জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের নদারডিহি, পলাশবনি,রামডিহি, গৌরাঙ্গডিহি সহ কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক মানুষের হাতে চাল,আল্য,মুড়ি সহ নানা খাদ্য সামগ্রী তুলে দেন।
(৬) জেলায় গত দুই দিনে শিল্প শহর বড়জোড়া থেকে শালতোড়ার পাশাপাশি জঙ্গলমহলের রাইপুরেও বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৬২০ টি পরিবারের কয়েক হাজার মানুষ। বড়জোড়ার খাড়ারি অঞ্চলে যুব নেতা রাজীব ঘোষাল, রাইপুরে বাঁকুড়া জেলার যুব সভাপতি রাজ কুমার সিংহ ও শালতোড়ার ব্লক সভাপতি কালীপদ রায় এই যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
(৭) জেলার বড়জোড়ায় বিধায়ক সুজিত চক্রবর্তীর নেতৃত্বে সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সভায় সামিল হন। কৃষক নেতা সুজয় চক্রবর্তী জানান প্রায় পাঁচশতাধিক মানুষ এই কর্মসুচীতে অংশ নেন।
অন্যদিকে, দশ দফা দাবীতে জেলার জঙ্গল মহলের সারেঙ্গা ব্লক কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি সারেঙ্গা চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই ভাবে ব্লকে,ব্লকে এই কর্মসুচী চলে বামেদের।
(৮) ইন্দিরা গান্ধীর জামানায় দেশের জরুরী অবস্থাকে ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায় আখ্যা দিয়ে জরুরী অবস্থার নেতিবাচক দিক গুলোকে এই প্রজন্মের কাছে তুলে ধরতে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিজেপি। এই সভায় সাংসদ ডাঃ সুভাষ সরকার, বিজেপি জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র প্রমুখ আলোচনায় অংশ নেন।
(৯) লাগাতার পেট্রো পন্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং তিন মাস বিদ্যুৎ বিলের ছাড়ের দাবীতে শহরের পথে নেমে আন্দোলনে সামিল হল ডিওয়াইএফের বাঁকুড়া শহর পশ্চিম লোকাল কমি