এক পলকে দেখে নিন বাঁকুড়া জেলার ১০ দিকের ১০ বাছাই খবর।

2020-06-24 139

#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : এক পলকে দেখে নিন জেলার ১০ দিকের ১০ বাছাই খবর।
(১) জেলায় একলপ্তে ১৭ জন করোনা আক্রান্ত বলে চিহ্ণিত হলেন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮। এই আক্রান্ত ১৭ জনই পরিযায়ী শ্রমিক। এদিকে, জেলায় ১৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ১৩ জন এক সাথে সুস্থ হয়ে বাড়ীও ফেরেন। জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬০ জন। এবং মৃত্যুর কোন খবর নেই। ২২ জুনের নিরিখে প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
(২) জেলায় হাতির হানায় এবার জেরবার গদারডিহি অঞ্চলের সংগ্রামপুর বিটের বেলুট গ্রাম। সোমবার রাতে এই গ্রামে প্রায় ২০ টি হাতির দল তান্ডব চালায়। আমাদের সংবাদ প্রতিনিধি জয়দীপ কর্মকার জানাচ্ছেন, এই গ্রামের হারাধন, মন্ডল ও মধুসূদন লোহারের বাড়ী ভাঙে দেয় হাতির দল। এছাড়াও বেলিয়াতোড়ের রাওতোড়া, আমাঠিয়া গ্রামেও হানা দেয়। বাড়ী ও স্কুলের প্রাচীর ভাঙ্গে হাতির দল।এদিকে, শেষ পাওয়া হাতির গতিবিধি থেকে জানা যাচ্ছে, এই হাতির ২৩ টির দল বেলিয়াতড় রেঞ্জের কাঁটাবেসিয়া তে ঘাটি গেড়েছে। বাকি কালজুড়ি ও সামন্তমারায় ১ টি করে ও পাবয়াতে ২ টি হাতি রয়েছে।
(৩) শহরের নুতনগঞ্জে এবার করোনা সতর্কতায় রাশ টানা হল বড়ো রথের শোভাযাত্রায়। ফলে রথ ঘরেই সারা হয়েছে ধর্মীয় উপাচার ও পুজোপাঠ। এদিকে, রথের মেলার ব্যাপারীরা এদিন তাদের পসরা নিয়ে বসলেও ক্রেতার ভীড় ছিল না।
(৪)শহরের চক বাজার শ্যামসুন্দর রথ কমিটিও এবছর করোনা সতর্কতায় রথের শোভাযাত্রা বন্ধ রেখেছে। তবে নিয়ম মেনে পুজোর আয়োজন ছিল যথারিতী।বিকেলে রথ দর্শন আর সেলফি তোলার হিড়িক ছিল টিন এজারদের মধ্যে।
(৫) এবার করোনা আবহে জেলার মল্লভূমের রথ উৎসবে ভাটা পড়াছে। শোভা যাত্রা,নগর পরিক্রমা বন্ধ। কেবল নিয়ম রক্ষার পুজো অর্চনাতেই আটকে আছে এখানকার আট পাড়ার আর এগারো পাড়ার রথ। পাশাপাশি উল্টো রথে এবারই বিষ্ণুপুরে স্থগিত থাকছে ঐতিহ্যবাহী গড়ুড় আর এঁড়ে গরুর রথের লড়াইও। তাই সারা মল্লভুম বিষ্ণুপুর জুড়ে বিষাদের সুর।
(৬) করোনার আবহে আমফানের আস্ফালনে গঙ্গাজলঘাটি ব্লকের বাঁকাজুড়া গ্রামের চাষীরা ক্ষতির মুখে পড়েন। এই অবস্থায় তাদের সহায়তার জন্য এগিয়ে এলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জীতেন গরাই। তিনি এই গ্রামের আদিবাদী চাষীদের হাতে ভুট্টার বীজ, ও চাষের উপযোগী হরমোন পাওডারের প্যাকেট তুলে দিলেন।
(৭) চীনের সাথে লড়াইয়ে শহীদ হওয়া বীর জওয়ানদের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল ইন্দাসের বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল। এই শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন।
(৮) সারা দেশের সাথে জেলার নানা প্রান্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করল বিজেপি। তাঁর আদর্শ তুলে ধরার পাশাপাশি, তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন।
(৯) চীনের সাথে লড়াইয়ে শহীদ ২০ জন সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে একটি মৌন মিছিলের আয়োজন করে গঙ্গাজলঘাটি যুব তৃণমূল। এই মৌন মিছিলে স্থানীয় পঞ্চায়েত প্রধান চঞ্চল বন্দ্যোপাধ্যায়, উপ প্রধান শিখা মণ্ডল ব্লক যুব সভাপতি কৃষ্ণ বড়ু প্রমুখ অংশ নেন।
(১০) বিষ্ণুপুর লোকসভার তালডাংরা ব্লকের সাবড়াকোনে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেশের জন্য শহীদ হওয়া বীর সৈনিকদের আত্মার শান্তি কামনার জন্য রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Videos similaires