#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেহাল রাস্তার প্রতিবাদে বড়জোড়া থানার ব্রাহ্মণডিহাতে বালি বোঝাই ট্রাক্টর আটকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বড়জোড়া থেকে তাজপুর হয়ে পখন্না যাবার দীর্ঘ প্রায় ১২ কিমি রাস্তা ইটভাটা ও বালি খাদানের বেপরোয়া ভাবে ওভার লোডিং যান চলাচলের জেরেই বেহাল হয়ে পড়েছে বলে গ্রামবাসীদের দাবী। দীর্ঘ দিন সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের। ফলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। নিত্য যাতায়াতের পাশাপাশি মুমূর্ষু রোগীদের হাসপাতাল পাঠানো কঠিন হয়ে পড়েছে। এম্বুলেন্স ঢুকতেই পারেনা। টোটো কোন রকমে চললেও মাত্রা ছাড়া ভাড়া লেগে যায় তাতে। এছাড়া বাইক আরোহী বা পথচারীরাও এই পথ চলতে পদে,পদে বিপদের সম্মুখীন হচ্ছেন। তাই এই বিক্ষোভে সামিল হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন গ্রামের মানুষজন।