করোনার জন্য প্রথম জীবনরক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসন। dexamethasone also use in bangladesh । #dexamethasone

2020-06-17 16

করোনা থেকে জীবন বাঁচাতে পারে ডেক্সামেথাসন নামের একটি সস্তা ও সহজলভ্য ওষুধ। এমন দাবি করে করেছেন ব্রিট্রিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই গবেষণা চালিয়েছে। তাদের দাবি, ওষুধটি ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমায়। আর অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর মৃত্যুর ঝুঁকি কমায় এক-পঞ্চমাংশ। এদিকে এই ওষুধ ব্যবহার হচ্ছে বাংলাদেশেও। ফলাফলও ভালো বলছেন চিকিৎসকরা।

পালস অক্সিমিটার কিনতে এই লিংকে ক্লিক করুন https://bit.ly/3ehqDvl