এক পলকে দেখে নিন সারা জেলার ১০ দিকের বাছাই করা ১০ খবরের তাজা আপডেট।

2020-06-16 4

এক পলকে দেখে নিন সারা জেলার ১০ দিকের বাছাই করা ১০ খবরের তাজা আপডেট।
(১) জেলায় নুতন করে করোনা আক্রান্ত হলেন একজন। পাশাপাশি, সুস্থ হয়ে বাড়ীও ফিরলেন এক জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮০। এবং সুস্থ হয়ে ওঠার মোট সংখ্যা ৮৮। আর জেলায় এখন অবধি সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২ জন। এবং জেলায় কোনো মৃত্যুর ঘটনা নেই। ১৪ তারিখের নিরিখে আজকের প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন থেকে এই তথ্য মিলেছে।

(২)লালবাজার থেকে ছাড়া পেলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।আজ কলকাতার ফুলবাগানে ডিসি অফিসের সামনে বিজেপির দলীয় কার্যকর্তাদের ওপর পুলিশের নির্যাতন ও নেতা,কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর বিরুদ্ধে বিজেপির যুব মোর্চা বিক্ষোভ দেখায়। সেই সময় পুলিশ যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপি নেতা সায়ন্তন বসু সহ ৫৪ জনকে গ্রেপ্তার করে। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় তাদের ছেড়ে দেওয়া হয়। এর পর ফের স্লোগান দিয়ে সকলে মিলে মিছিল করেন ছাড়া পাওয়া নেতা ও কর্মীরা।
(৩) আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল জয়রামবাটির শ্রীশ্রীমা সারদা দেবীর মাতৃ মন্দির। তবে, করোনা সতর্কতার জন্য লাগু করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। ১০ বছরের নিচে এবং ৬৫ বছরের উর্ধ্বে এমন দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, থার্মাল স্ক্রিনিং করে একসাথে ১০ জনকে মন্দিরে প্রবেশের অনুমতি মিলছে। ওই দশ জন বের হলে পরের ১০ জন প্রবেশ করতে পারবেন। তবে বন্ধ থাকছে দুপুরের প্রসাদ বিতরন। মাস্ক পরে এলে সকাল ৯টা থেকে ১১ টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত নিয়ম মেনে মাতৃমন্দিরে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।
(৪) জলে জেরবার জনজীবন! তাও আবার শহরে! হ্যাঁ বৃষ্টির ফলে জলে ভাসল বাঁকুড়া পুর শহরের ৫ নাম্বার ওয়ার্ডের কমরারমাঠ এলাকা। রাস্তায় জনে হাঁটু জল। বর্ষার আগমনের প্রথম পর্বেই এই জল ছবি ধরা পড়ল বাঁকুড়া২৪X৭ এর ক্যামেরায়।
(৫) করোনা আবহে দলবদলের হিড়িকে জেলার রাজনীতি সরগরম। গত কালের সোনামুখীর পর আজ ফের বিরোধীদের নিজেদের দলে ভিড়িয়ে নজর কাড়ল তৃণমূল। ওন্দা বিধানসভার কল্যাণী অঞ্চলে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় ৮০০ জন তৃণমূলে যোগদান করলেন।এদিন এখানে দলীয় কার্য্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি চলে এই দলে যোগদান কর্মসুচী। এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা,তৃণমূল জেলা সভাপতি শুভাশিস বটব্যাল,ওন্দার বিধায়ক অরুপ খাঁ প্রমুখ।

(৬) অন্যদিকে, তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনাও ঘটছে জেলায়। পাত্রসায়রের দুই নাম্বার মন্ডলে তৃণমূল ছেড়ে প্রায় ১২০ জন বিজেপিতে যোগদান করলেন বলে দাবী করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
(৭) করোনা পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন স্কুল পরিচালন কমিটির সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা আজ জেলার জঙ্গলমহলের সারেঙ্গার গড়গড়্যা সুভাষ হাই স্কুলে এই কর্মসুচীর মাধ্যমে ১৭৩ টি পরিবারের হাতে এই সাহায্য প্রদান করা হয়।
(৮) জঙ্গলমহলের রানিবাঁধে বিষাক্ত পার্থেনিয়ামের হাত থেকে বাঁচাতে সচেতন কর্মসুচীতে নামলেন টিম নিঃস্বার্থ নামে এক যুব বাহিনী। পার্থেনিয়াম গাছে ফুল আসার আগেই ৫ লিটার জলে কেজি খানেক নুন মিশিয়ে গাছে স্প্রে করলেই ফুল ঝরিয়ে ক্ষতি এড়ানোর দাওয়াই দিলেন তারা। পাশাপাশি নিজেরাও স্প্রে করলেন নুন জল।
(৯) বাঁকুড়ার পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার অঙ্গীকার করলেন এক ঝাঁক পরিবেশ প্রেমী।শহরের পলাশতলার মনোরম পরিবেশে এই মর্মে এক আলোচনা সভারও আয়োজন করেন তারা।
(১০) করোনা আবহে জেলায় রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এল মহিলাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানবী। বিশ্ব রক্তদাতা দ

Videos similaires