রাতের অন্ধকারে গরীব গৃ্হস্থের ঘরে হানা তিনটি হাতির,লকডাউনের জন্য সঞ্চিত ধান,চাল খেয়ে সাবাড়,ভাঙ্গল ঘরও।

2020-06-13 93

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাতের অন্ধকারে তিন তিনটি হাতি গ্রামে ঢুকে তান্ডব চালাল। শণিবার রাতে জেলার বেলিয়াতোড় থানার বারবেন্দ্যা গ্রামে ঢুকে পড়ে এই তিন দামাল। খাবারের খোঁজে হানা দেয় গ্রামের ভুতনাথ রায়ের বাড়ীতে। ভুতনাথ বাবু এমনিতেই অতি কষ্টে দিন চালান। লকডাউনে এই দরিদ্র পরিবারটি কিছু ধান এবং রেশনে পাওয়া চাল ও আটা বাড়ীতে জমিয়ে রেখেছিলেন। গজ বাহিনী সে সব খেয়ে,ছড়িয়ে সাঙ্গ করে দেয়। পাশাপাশি কাঁচা বাড়ীর চালা ও দেওয়াল ভেঙ্গে ফেলে। এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছে পুরো পরিবার। কোনক্রমে রাতে হাতির হাত থেকে প্রাণ বাঁচালেও এবার খাবেন কি? বর্ষায় ভাঙ্গা বাড়ীতে থাকবেনই কোথায় সেই চিন্তাই ঘুম ছুটেছে তার। গ্রামবাসীর এই অসহায় অবস্থায় তাই ভুতনাথ বাবুকে সাহায্যের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন।
একেই লকডাউনে কাজ হারিয়ে রুজিরোজগার শিকেই, তার ওপরে হাতির হানা! দুইয়ের শাঁড়াশি চাপে দিশেহারা ভুতনাথ বাবুর পাশে দাঁড়ানোর জন্য আমরাও আবেদন রাখলাম সবার কাছে। কোন ব্যক্তি,বা সংস্থা সহায়তা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই দরিদ্র পরিবারটির মোবাইল কেনার সামর্থ্য নেই। তাই সরাসরি যোগাযোগ সম্ভব নয়। ফলে পাশে দাঁড়াতে হলে গ্রামে গিয়ে সাহায্য করা ছড়া উপায় নেই।

Videos similaires