তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে,Tomake Na Lekha Chithita
তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোনে,
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা,
সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায়ে তবু কখন এসে,
যদি বলি সে সবই তোমারি
,একা চিঠি একা একা গান।।।
Saiyaan... Saiyaan... Saiyaan।