রাজধানীতে প্রায় ৮৫ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব বয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর উত্তরা এলাকায় বাতাসের গতি ছিলো সবচেয়ে বেশি।
বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারণে রাজধানীর রমনা, পলাশীসহ অনেক এলাকায় ভেঙে পড়েছে গাছপালা। অনেক সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই ভেঙে পড়া গাছপালা সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা।