মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান : Mora eki brinte duti kusum Kobita : Kazi Nazrul Islam , কাজী নজরুল ইসলাম
লেখক : কাজী নজরুল ইসলাম
কবিতা : মোরা একই বৃন্তে দুটী কুসুম হিন্দু-মুসলমান
মুস্ লিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ
এক সে আকাশ মায়ের কোলে; যেন রবি-শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ীর টান
মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,
এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল
এক সে দেশের মাটীতে পাই; কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই,
মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি
কাঁদব তখন গলা ধ'রে,চাইব ক্ষমা পরস্পরে,
হাস্ বে সে দিন গরব ভরে এই হিন্দুস্থান
সাউন্ড: সোমনাথ মোদক
#bengalikobita #kaziNazrulIslam #বাংলাকবিতা #কাজীনজরুলইসলাম #moraekibintedutikusumhindumusolman #Eidspecial