Exam crack depends on post or zone selection.
এই পোস্ট সিলেকশন করার জন্য কিছু টেকনিক আছে, সেগুলি এখানে বলা হলো। যার পাস করা নিয়ে কোনো কনফিউশন নেই বা যার শুধু মাত্র পছন্দের পোস্ট ছাড়া অন্য পোস্টে চাকরি করবে না, তাদের জন্যে এই ভিডিওটি নয়। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের যেকোনো একটি চাকরি বা পোস্ট পেলেই হবে। তাই কম কম্পিটিশন পূর্ণ পোস্টে অ্যাপ্লাই করে চাকরি পেতে গেলে এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। বুঝতে না পারলে আমাকে ফেইসবুকে মেসেজ দিতে পারেন। বেশি ভাক্যান্সি পোস্টে অ্যাপ্লাই করবো না। যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছেন, তারা সব সময় কেন্দ্রীয় সরকারের পরীক্ষা হয় সেখানে নিজের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করুন। লাভবান হবেন। কিন্তু রাজ্য সরকারের পরীক্ষায় ওবিসি রা একটু ভেবে জেনারেল বা ওবিসি তে অ্যাপ্লাই করুন। এস সি বা এস টি রা এদিক থেকে অতটা প্রভাবিত হয় না। যদি ওবিসিদের জন্য আলাদা লিস্ট হয় তাহলে যদি ওবিসি তে জেনারেল এর ১০ ভাগের ৩ ভাগের কম ভাকান্সি থাকে তাহলে জেনারেল এ অ্যাপ্লাই করা ভালো। তবে এই ধরনের জিনিস কোর্টের পরীক্ষায় বেশি হয়।