করোনার ঝুঁকি এড়াতে বাঁকুড়া ডিএম অফিসের গেটে বসল স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন মেশিন।দেখুন ভিডিও প্রতিবেদন।

2020-05-21 39

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বাঁকুড়া ডিএম অফিসে করোনার প্রবেশ নিষিদ্ধ করতে নেওয়া হল বিশেষ উদ্যোগ। মুল গেটে বসানো হল অত্যাধুনিক স্বয়ংক্রিয় স্যানিটাইজেশন মেশিন। যে কেও ডিএম অফিসে ঢোকার আগেই এই মেশিন তার শরীরে ছড়িয়ে দেবে শক্তিশালী স্যানিটাইজার। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা এড়ানো যাবে। এই মেশিনে সেন্সার লাগানো আছে। মেশিনের প্রবেশ পথের ত্রিশ ইঞ্চির দুরত্বে পা রাখলেই মেশিন নিজে,নিজেই তৈরি হয়ে যাবে। তার পর আপনি হাঁটা দিলেই শুরু হবে স্যানিটাইজার বর্ষণ। আর অফিসে ঢুকে গেলেই নিজে,নিজেই তা বন্ধ হয়ে যাবে। এভাবেই স্যানিটাইজার লিকুইড হালকা ভাবে স্প্রে করবে এই মেশিন। একটু ভিজে যাবেন আপনি।জামা, কাপড়ও হালকা ভিজবে। কিন্তু করোনার ঝুঁকি কমবে। তাই যদি একটু ভিজেই যান তাতে,ক্ষতি কি?

Videos similaires