আমফান পরিস্থিতিতে সতর্কতা জারি মুকুটমনিপুরে,বিপর্যয় রুখতে তৈরি প্রশাসন, জানালেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

2020-05-21 76

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আমফানের জেরে সতর্কতা জারি হল মুকুটমনিপুর জলাধারে। জলাধারে মাছ ধরা,নৌকা চালানো ও স্নান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জলাধার লাগোয়া নারকেলি,পুড্ডি,
গোপালপুর, বন পুখুরিয়া,সহ কয়েকটি গ্রামের মানুষজনকে কাঁচা বাড়ী থেকে গ্রামের ক্লাব,কমিউনিট সেন্টার বা স্কুল ঘরে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। আজ আমফান আবহে মুকুটনণিপুর জলধার পরিদর্শনে যান রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি গ্রামের মানুষ জনকে আমফান নিয়ে সচেতনও করেন। তিনি জানান জেলা প্রশাসন ও মুকুটমনিপুর উন্নয়ন পর্যদ পরিস্থিতির ওপর নজর রাখছেন। এবং এই আমফান বিপর্যয় মোকাবিলার জন্য প্রশাসন তৈরী রয়েছে। আমরাও গ্রামে,গ্রামে সচেতন করছি।

Easy Viral Banner Traffic

Videos similaires